ইলা মিত্রের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামে যাত্রা করল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম-কার্ত্তিকপুরের সাঁওতাল গ্রামে নতুন ভবন নির্মাণ কাজ ও বিদ্যালয়ের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধীন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, আদিবাসী নেতা সনাতন মুরমু প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছরের ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বাসুগ্রাম, কার্ত্তিকপুর, ধরলশ্যামপুর, ধরইল, জমিনকমিন, নতুনপাড়া মিলিয়ে ছয় গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ গ্রামগুলোর শিক্ষার্থীদের ছয়-সাত কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করতে হত। ফলে অনেক শিশুই বঞ্চিত প্রাথমিক শিক্ষার আলো থেকে।