‘মূল্যস্ফীতি রাতারাতি কেউ কমাতে পারবে না’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার কারণে দেশের মানুষের কষ্ট হচ্ছে। রাতারাতি কেউ মূল্যস্ফীতি কমাতে পারবে না। দুনিয়ার সব জায়গাতে জিনিসপত্রের দাম বাড়ছে। এর প্রধান কারণ হলো, বিশ্বব্যাপী যুদ্ধ। ইউক্রেনের পর এখন যুদ্ধ শুরু হয়েছে ফিলিস্তিনে। এতে করে ব্যবসা-বাণিজ্য আটকা পড়ে গেছে।’
দেশ সেরা বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শুক্রবার (১০ নভেম্বর) রাতে মন্ত্রী এ কথা বলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাসভবনে তিনি এই সাক্ষাৎকার দেন।
এম এ মান্নান বলেন, ‘মূল্যস্ফীতিতে মরার উপর খাড়ার ঘা দিচ্ছে বিএনপি। দলটি রাস্তাঘাট অবরোধ করে পথ বন্ধ করছে। এতে চলাফেরার ক্ষতি, বাজারের ক্ষতি, ট্রাকে পণ্য আসতে পারে না। পণ্য না আসলে বাজারে দাম বাড়বে। এমনিতেই দাম বাড়ছিল। তাদের ঢিল মারা, আগুন দেওয়া বিনাশী কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ, অগ্রহণযোগ্য কাজ, দুনিয়ার কোনো মানুষ এমন কাজ করে না। তারা এগুলা করে গায়ের জোরে সরকার পাল্টাতে চায়। কিন্তু, তারা পারবে না।’
মন্ত্রী বলেন, ‘বিএনপির এই কর্মসূচিতে মাঝখানে ক্ষতি গরীব মানুষের। তারা কাজ করতে পারছে না। রিকশা নিয়ে বের হতে পারছে না। নৌকা নিয়ে বিলে যেতে পারছে না। তারা (বিএনপি) তো তাদের খাবার দিবে না। মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার চেষ্টা করছে, বিষয়টি অবশ্যই সরকারের নজরে আছে।’
রিজার্ভ প্রসঙ্গে জাতীয় সংসদের এই আইনপ্রণেতা বলেন, ‘রিজার্ভ বিষয়টা এতোটা ভয়ঙ্কর না, যতটা ফলাও করা হয়। এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই। গেল রে গেল, সর্বনাশ হয়ে গেল, আমরা এই রাজনীতি করি না। ভয় পাই না। এগুলো বিষয়ই না। তবে, সাবধান হতে হবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের পকেটে যেমন টাকা কম-বেশি হয়, সরকারের ক্ষেত্রেও তাই। উঠানামা করে, রাষ্ট্রেরও তাই। ব্যাংকে টাকা বাড়ে টাকা কমে। এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই। গৃহস্থরা টাকা হিসেব করে খরচ করে। রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে হিসেব করে খরচ করতে হয়। হ্যাঁ, যে খরচে মানুষের উপকার হয়, সেই খরচ আরও বেশি করে করতে হবে। সড়ক, ব্রিজ উন্নয়নের কাজে বেশি খরচ করব না। আমরা খুব সাবধানে খরচ করব। আমরা ফুটানি করব না।’
‘বর্তমান সময়ে সরকারের প্রধান লক্ষ্য দিন আনে দিন খায় এমন মানুষের জন্য কাজ করা’ জানিয়ে এম এ মান্নান বলেন, ‘দেশের ২০ শতাংশ মানুষ আক্ষরিক অর্থেই গরীব। আরও ২৫ শতাংশ মানুষ কোনো মতে চলে। সে অনুযায়ী, ৪৫ শতাংশ মানুষ দিন আনে দিন খায়। এই সরকারের প্রথম ও প্রধান কাজ এই সকল মানুষের জন্য কাজ করা।’
মন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনা, আমি ও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করব। বাঙালিকে আমরা বাঙালির মর্যাদায় দেখতে চাই। বিদেশের কোনো গোলাম না, চাকর না। বাঙালিরা এদেশের নাগরিক হিসেবে বাস করবে। এটাই দেশের মানুষের জন্য আমাদের মূল বার্তা।’