উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

Looks like you've blocked notifications!

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ জন কর্মকর্তা। আজ শনিবার (১১ নভেম্বর) দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির কথা জানায়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৩১ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে ৯ জনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। এবার নতুন করে ২৯তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য ক্যাডারের বিভিন্ন বিসিএসের কর্মকর্তারাও এ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ সামসুল আরেফীন স্বাক্ষরিত ওই দুই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বের কার্যকর হবে।