৬০ হাজার টনের বেশি কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

Looks like you've blocked notifications!
কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি মানা। ছবি : এনটিভি

মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ‘মানা’। জাহাজটিতে রয়েছে ৬০ হাজার ৫০০ টন কয়লা, যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ। বন্দর স্থাপনের ৭২ বছরের মধ্যে এতো বড় চালানের কয়লা নিয়ে এর আগে কোনো জাহাজ ভিড়েনি। গত ৫ নভেম্বর বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, বন্দরের আউটার ফেয়ারওয়েতে (বহিনোঙর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই অধিক গভীরতা সম্পন্ন জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে ৬০ হাজার ৫০০ টন কয়লা এসেছে। ফেয়ারওয়েতে নোঙর করা ওই জাহাজ থেকে ইতোমধ্যে ৩১ হাজার ৫০০ টন কয়লা খালাস করা হয়েছে। বাকী ২৯ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হাড়বাড়ীয়ার ২ নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে জাহাজটি।

মোংলা বন্দরে ভেড়া এমভি মানা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইন্সের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, ‘গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা বোঝাই করার পর সরাসরি মোংলা বন্দরে আসে এ জাহাজটি। এই জ্বালানি কয়লা লাইটারেজের (কার্গো-কোস্টার) মাধ্যমে খালাস করে খুলনার রুপসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।’