গ্রামে এখন আর ভিক্ষুক দেখা যায় না : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাঙ্গর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এখন গ্রামে আর ভিক্ষুক দেখতে পাওয়া যায় না। এক সময় এ অঞ্চলে বিধবা কিংবা অসহায় মায়েরা দল বেঁধে ভিক্ষা করতেন। সেই দৃশ্য আর দেখতে হয় না। অসহায় মানুষের জন্য বিভিন্ন ভাতা নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ভবিষ্যতে ভাতাভোগীর সংখা আরও বাড়ানো হবে।’

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাঙ্গর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার (১২ নভেম্বর) সকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘নওগাঁর প্রতিটি উপজেলায় উন্নয়ন হয়েছে। তবে, কিছু কাজ অসমাপ্ত আছে। ইতোমধ্যে সরকার ১১০০ কোটি টাকা ব্যয়ে নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি। চক্রান্তকারীরা রাষ্ট্রীয় সহায়তা পেয়েছিল তারা। বিএনপি সন্ত্রাসী দল হিসাবে দেশে-বিদেশে পরিচিত। এখন তারা আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।’ 

এ সময় বিএনপিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। ভাতা দেওয়ার আগে কে কোন দল করেন সেটি দেখা হয়নি। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা কেজি চাল দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ২৮ রকমের ওষুধ দেওয়া হচ্ছে। এগুলোর ফলে মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে।’