নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/12/islaami_aandoln_chbi.jpg)
সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে। আজ রোববার (১২ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে—
১. নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে। ২. তফসিল ঘোষণার পরের দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। ৩. আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন। এ ছাড়া জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ নভেম্বর (সোমবার) ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি পেশ করেন চরমোনাইয়ের পীর। এগুলো হলো- ১. অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। ২. রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত বিরোধী দলের সকল নেতা-কর্মী এবং ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে। ৩. দলান্ধ এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। ৪. রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা করা যাবে না।