নাটোরে অপহৃত গৃহবধূ সাতক্ষীরা থেকে উদ্ধার
নাটোর শহর থেকে অপহৃত গৃহবধূকে সাতক্ষীরার তালা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালার সীমান্তবর্তী ইসলামকাঠী বাইখোলা গ্রামের একটি বাড়ি থেকে রোববার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় নারীসহ দুজনকে আটক করা হয়।
গণমাধ্যমে বিষয়টি জানিয়ে নাটোর র্যাব-৫-এর জ্যেষ্ঠ পুলিশ সুপার সনজয় কুমার সরকার বলেন, গত ১০ নভেম্বর শহরের মল্লিকহাটী মহল্লা থেকে অপহৃত হন ওই গৃহবধূ। পরিবারের লোকজন খোঁজ করে না পেয়ে সদর থানায় মামলা করেন। ঘটনা জানার পর অভিযান শুরু করে র্যাবের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা সদর থেকে বিল্লাল নামে একজনকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী, একই জেলার তালা উপজেলার সীমান্তবর্তী ইসলামকাঠী বাইখোলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। সেখান থেকে আটক করা হয় তাসলিমা বেগম নামে এক নারীকে।
সনজয় কুমার সরকার বলেন, ‘অপহৃত গৃহবধূকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।’