ভালুকায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। ছবি : এনটিভি

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সম্মামনা ক্রেস্ট দেওয়া হয়। আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু প্রধান অতিথি ছিলেন।

স্থানীয় সংসদ সদস্যের বাবা মরহুম মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত উপজেলার প্রত্যেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পওয়া সাড়ে তিন হাজার শিক্ষার্থী এই সংবর্ধনা পেয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শওকত আলী, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, পৌর মেয়র, ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আওয়ামী লীগনেতা উমর হায়াত খান নঈম, অধ্যক্ষ (অব.) সাইদুর রহমান, অধ্যক্ষ (অব.) আবদুর রউফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ও উপজেলা যুবলীগের সভাপতি আনছিুর রহমান রিপন।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।