ভৈরবে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৩৮) নামে এক নারী তার ছোট ভাই কালু মিয়ার (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কালু মিয়া পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ভৈরবপুর চটানহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম এবং কালু মিয়া একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আমেনা বেগমের স্বামী নাঈম মিয়া একজন প্রবাসী। আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পেয়ে সেখানে ঘর নির্মাণ করে তিন সন্তান নিয়ে বসবাস করতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার সঙ্গে ছোট ভাই কালু মিয়ার পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত কালু মিয়া ধারালো ছুরি দিয়ে বোন আমেনাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। এরপর আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। রাত ৮টার দিকে পথিমধ্যে নরসিংদী এলাকায় তিনি মারা যান।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য আজ বুধবার কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত কালু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।’