মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকার কান দেয় না : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যে ভয় দেখানো হচ্ছে, তাতে সরকার কান দেয় না। এসব জুজুর ভয়। যথাসময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার (১৫ নভেম্বর) তাঁর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

একতরফা ভোট হলে মার্কিন ভিসা নীতি কার্যকর এবং নতুন করে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জাতীয় পার্টির নেতারা আশঙ্কা করছেন। এ বিষয়ে ড. মোমেন বলেন, ‘আমরা নিষেধাজ্ঞায় আশঙ্কায় কান দিই না। ওসব জুজুর ভয়। আমরা সেই ভয় করি না। আমাদের আত্মবিশ্বাস আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে, তাদের শাস্তি হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও  বলেন, বিদেশিরা কে কী বলল তা অপ্রাসঙ্গিক (ইরিলেভেন্ট)। দেশের মানুষ কী চায়, সেটা গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদ্‌গ্রীব হয়ে আছে। এ অবস্থায় নির্বাচন বানচালের চেষ্টায় জ্বালাও–পোড়াও হলে তা সহ্য করা হবে না। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে জনগণের কাছে সরকারের অঙ্গীকার রয়েছে।