বান্দরবানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকলীগ নেতার মৃত্যু

Looks like you've blocked notifications!
বান্দরবান থেকে গোয়ালিয়াখোলা যাবার পথে আজ বৃহস্পতিবার বান্দরবান-কেরাণীহাট মহাসড়কের মৃত্তিকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি ট্রাক। ছবি : এনটিভি

বান্দরবানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্থানীয় ওয়ার্ড শ্রমিকলীগ সহসভাপতির মৃত্যু হয়েছে। নিহতের নাম আহমদ রশিদ (৬০)। তিনি বান্দরবান পৌরসভার কালাঘাটা তিন নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সহসভাপতি ছিলেন। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে গোয়ালিয়াখোলা যাবার পথে বান্দরবান-কেরাণীহাট মহাসড়কের মৃত্তিকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকনেতা আহমদ রশিদের। তার বাড়ি কালাঘাটা এলাকায়।

এ ঘটনায় আরও ছয়জন শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ট্রাক খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।