গাইবান্ধা জেলা বিএনপির সভাপতিসহ দুজন রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক সৈয়দ ময়দানে ময়নুল হাসান সাদিকসহ দুজনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমাম এই আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ময়নুলকে হাজির করে দশ দিন ও আসামি হাবিবুরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম। শুনানি শেষে বিচারক ময়নুলের পাঁচ দিনের রিমান্ড ও আসামি হাবিবুরের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের অন্য আসামি হলেন সৈয়দ হাসিবুর রহমান জ্যাকি।

নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গত ১ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।