পটুয়াখালীতে একসঙ্গে চার শিশুর জন্ম

Looks like you've blocked notifications!
পটুয়াখালীতে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর দুজনের ছবি এনটিভির

পটুয়াখালীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। জেলার পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ওই চার শিশুর জন্ম হয়। সানজিদা ইসলাম রিয়ার ওই চার সন্তানের মধ্যে তিনটি মেয়ে।

বেসরকারি হাসপাতাল হলিটাচ কর্তৃপক্ষ জানায়, গতকাল সোয়া ৯টার দিকে অস্ত্রপচারের মাধ্যমে শিশুরা ভূমিষ্ট হয়। গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকারিয়া সুলতানার তত্‌ত্বাবধায়নে অস্ত্রপচার হয়। প্রসূতি মায়ের বাড়ি শহরের ৩নং ওয়ার্ডের শিমুলবাগে। রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত অস্ত্রপচারের পর একে একে চার শিশুর জন্ম হয়েছে। এতে আনন্দিত পরিবার ও প্রতিবেশীরা।

ডা. জাকারিয়া সুলতানা বলেন, প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাবধানে ছিলেন। রোগীর ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই এই প্রসূতি নারী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে। তার এক ছেলে তিন মেয়ে হয়েছে। মা বর্তমান সম্পূর্ণ সুস্থ আছেন। শিশুদের ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত শিশু পরিচর্যাকেন্দ্রে পাঠানো হয়েছে।