ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বইছে ঝড়ো হাওয়া
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো ঝড়ো হাওয়া বইছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন।
জোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। সড়কে গাছ উপড়ে পড়ায় অনেক স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিক রয়েছে। ঝড়ের খবর শুনে আতঙ্কে রয়েছে সুগন্ধ ও বিষখালী নদী তীরের প্রায় দুই লাখ মানুষ। সকাল থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা করা হয়েছে। জেলায় ৫৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। তিন লাখ নগদ টাকা এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
নদী তীরের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।