শেরপুরের মালিকদের গাড়ি চালানোর আহ্বান পুলিশ সুপারের

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ীতে যানবাহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোনালিসা বেগম। ছবি : এনটিভি

শেরপুরের পুলিশ সুপার নালিতাবাড়ী যানবাহন মালিক ও শ্রমিকদের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোনালিসা বেগম, বাস, মিনিবাস, ট্রাকচালকদের গাড়ি চালাতে উৎসাহী করে পুলিশের সার্বিক সহযোগিতার কথা জানান। এ ছাড়া তিনি নিজেদের গাড়ির প্রতি খেয়াল রাখাসহ যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ দেন।

পুলিশ সুপার পুলিশের নিরাপত্তার কথা সবিস্তারে বর্ণনা করে বিরোধীপক্ষের কর্মসূচির মধ্যে গাড়ি চালাতে মালিক শ্রমিকদের উৎসাহিত করেন।

সভায় অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিরোধীদলের ডাকা অবরোধ-হরতাল কর্মসূচিতে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন নালিতাবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদ জাহাঙ্গীর আলম, মালিক ও শ্রমিক নেতা শামছুল আলম সওদাগর, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম, শ্রমিকনেতা জগলুল পাশা কাদের ও স্থানীয় গণমাধ্যমকর্মী ও আওয়ামী লীগনেতা মঞ্জুরুল আহসান।