সাভারে বিদ্যুৎ লাইন থেকে আগুনে দগ্ধ ৭

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি 

সাভারে বিদ্যুৎ লাইন থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন সাতজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার আমিনবাজার হিজলা‌ গ্ৰামের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. রায়হান (২৩), মো. মোনানুল (২১), আলা-আমিন (২৬), রুবেল (২৪), জুয়েল (২৬), মো. নাহিদ (২০) ও মো. হাদিম (২০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘তাদের প্রত্যেকের শরীরে ৬ থেকে ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।’
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বলেন, ‘ওই বাড়িতে হারুণ মোল্লার ছেলে এবং তার ছয় বন্ধু খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সিলিং ফ্যানে বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। এ সময় বিদ্যুতের তার গলে আগুন ছড়িয়ে পড়লে সাতজনই দগ্ধ হন। জরাজীর্ণ বৈদ্যুতিক লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’