ফেসবুক লাইভে এসে নিজের বুকে পুলিশ সদস্যের গুলি

Looks like you've blocked notifications!
ফেসবুক লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন পুলিশ কনস্টেবল মো. মোতাহার হোসেন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ফেসবুক লাইভে এসে রাঙামাটিতে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলি করেছেন। গতকাল শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পটির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন।

নিজের বুকে গুলি করা পুলিশ কনস্টেবল মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন ওই পুলিশ সদস্য। এ সময় রুমের দরজা বন্ধ করে রাখেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৯ মিনিট ৩৫ সেকেন্ড ফেসবুক লাইভে থেকে কনস্টেবল মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মতো আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এ ডিপ্রেশনে থাকার মতো না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মতো অবস্থা আমার নাই।’ এসব বলতে বলতে সবার কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।

এ প্রসঙ্গে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, তিনি আহত পুলিশ কনস্টেবল মোতাহারের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন। তার চিকিৎসা চলছে।