পাবনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর  

Looks like you've blocked notifications!
পাবনায় রোববার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল  ও গাড়ি ভাঙচুর করা হয়।। ছবি : এনটিভি

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ রোববার (১৯ নভেম্বর) পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

আজ রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা শহরের বড় বাজার সংলগ্ন দইবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বড় বাজার এলাকায় পৌঁছলে হরতালের সমর্থনে পিকেটিং করেন নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’