ঢাকার দুই আসনের মনোনয়ন ফরম জমা দিলেন সাঈদ খোকন

Looks like you've blocked notifications!
সাবেক মেয়র সাঈদ খোকন রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। আজ রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।  

মনোয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাঈদ খোকন বলেন, ‘আমি ঢাকার মেয়র ছিলাম, আমার বাবাও মেয়র ছিলেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি আমার সাধ্যমতো নৌকার বিজয় নিয়ে আসার চেষ্টা করব।’

সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমি যখন মেয়র ছিলাম, তখন মানুষের উন্নয়নে কাজ করেছি। তাই, আমার বিশ্বাস মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেবে।’

বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ। আর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মহাজোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।