জামায়াতের মিছিল-মিটিং করার সুযোগ নেই : তানিয়া আমীর

Looks like you've blocked notifications!
ব্যারিস্টার তানিয়া আমীরের ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল দলটি। আজ রোববার (১৯ নভেম্বর) আপিল বিভাগও দলটির নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় পুনর্বহাল রেখেছেন। এরপর দুই পক্ষের আইনজীবী পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, জামায়াতের মিছিল-মিটিং করার সুযোগ নেই। আর জামায়াতে ইসলামীর আইনজীবী মতিউর রহমান আকন্দের দাবি, জামায়াত স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাবে।

আজ রোববার (১৯ নভেম্বর) আপিল বিভাগের আদেশের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপিল বিভাগের রায়ের পর দুপক্ষের দুই আইনজীবী এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেছেন, নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হলেও সংবিধান অনুযায়ী দলটি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাবে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে, রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হয়ে যাওয়ায় দলটির আর কোনো অস্তিত্ব থাকল না। তাই জামায়াত আজ থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোনো মিছিল মিটিং করতে পারবে না।

ব্যারিস্টার তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, ‘যদি জামায়াত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে আমরা আদালত অবমাননার আবেদন নিয়ে আপিল বিভাগে যাব।’

২০১৩ সালে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করে দলটি। আজ জামায়াতে ইসলামীর সেই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।