ভাড়া নিয়ে দ্বন্দ্বে বাসের হেলপার খুন, আটক ১

Looks like you've blocked notifications!
পাবনা সদর থানা। ছবি : এনটিভি

পাবনায় ভাড়া নিয়ে দ্বন্দ্বে যাত্রী ও তার লোকজনের ছুরিকাঘাতে চালকের সহযোগী (হেলপার) খুন হয়েছে। গতকাল রোববার (১৯ নভেম্বর) গভীর রাতে পাবনা বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। এ সময় পরিবহণ শ্রমিকেরা ওই যাত্রীকে আটক করে পুলিশে দেয়।

নিহত হেলপারের নাম জুবায়ের রহমান (২৫)। তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁ পাড়া এলাকার জাহিদুর রহমানের ছেলে। আর আটককৃত ব্যক্তির নাম মারুফ হোসেন সুমন (৪০)। তিনি সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রাজধানীর গাবতলী থেকে বাসে ওঠেন ওই যাত্রী। ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ওই যাত্রী মোবাইল ফোনে তার পরিচিতদের বিষয়টি জানান। গতকাল রাত ২টার দিকে বাসটি পাবনা বাস টার্মিনালে পৌঁছালে ওই যাত্রী ও তার লোকজন এসে গাড়ি চালক এবং সুপারভাইজারকে মারধর শুরু করে। এ সময় যাত্রীর লোকজন হেলপারকে ছুরিকাঘাত করে। এতে গুরুত্বর আহত হন জুবায়ের। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’