নৌকার মনোনয়নপত্র কিনলেন ইসির সাবেক সচিব
সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোহাম্মদ সাদিকের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার সমর্থকরা।
সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা সামসুল কবির রাহাত বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ।
ড. মোহাম্মদ সাদিক দেশের সাংবিধানিক সংস্থা পিএসসির ১৩তম চেয়ারম্যান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিবের দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর বয়স ৬৫ পূর্ণ হওয়ায় অবসরে যান সাবেক এই সরকারি কর্মকর্তা।