টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব

Looks like you've blocked notifications!
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ফাইল ছবি

সরকারের টেকেনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র দিলেও তা কার্যকরের জন্য একটা পদ্ধতি আছে। আমরা ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছি। 

জানা গেছে, গতকাল রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। একইদিন অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীও পদত্যাগপত্র জমা দেন।