পোশাকশ্রমিক কল্পনা আক্তার প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাইবে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে আজ মঙ্গলবার বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : এনটিভি

পোশাকশ্রমিকনেতা কল্পনা আক্তার বাংলাদেশে হুমকি বোধ করছেন বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের দেওয়া বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার ও তাদের মানোন্নয়ন নিয়ে নতুন একটি স্মারকপত্রে সই করেছেন। এ স্মারকপত্র প্রকাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বাংলাদেশের শ্রমিকনেতা কল্পনা আক্তারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আনেন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা পরবর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে জিজ্ঞেস করব। আমার যতটুকু মনে পড়ে কল্পনা আক্তার বাংলাদেশে ২০১০ সালে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীসময়ে তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হয়েছে। কল্পনা আক্তার আমাদের বা অন্য কারও কাছ থেকে হুমকির শিকার হয়েছেন বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা যুক্তরাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা চাইব।

প্রতিমন্ত্রী আরও বলেন, কল্পনা আক্তার যে হুমকির কথা বলেছেন, সেটা তিনি আগে বাংলাদেশে কাউকে বলেননি। কাজেই এটার সত্যতা কতটুকু, সেটা আমরা জানতে চাইব। পাশাপাশি একটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছি, অ্যান্থনি ব্লিঙ্কেন যে বৈঠকে এ কথা বলেছেন, সেটা হলো এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কনফারেন্সে। যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দিয়েছেন। ব্লিঙ্কেনের বক্তব্য বাংলাদেশকে উদ্দেশ্য করে দেওয়া নয়। ব্লিংকেন বলেছেন, বাংলাদেশের একজন গার্মেন্টকর্মী কল্পনা আক্তার। আরও দুটি দেশের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের কোনো ইস্যু তিনি উল্লেখ করেননি।