হারানো মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার টাকা উদ্ধার পুলিশের

Looks like you've blocked notifications!
মেহেরপুরে নিজ কার্যালয়ে হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার টাকা মালিকদের হাতে তুলে দিচ্ছেন পুলিশ সুপার রাফিউল আলম। ছবি : এনটিভি

দেশের বিভিন্ন স্থান থেকে ৫৬টি মোবাইল ফোন  এবং  চারটি বিকাশ নম্বরে প্রতারণার ২০ হাজার টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দিয়েছে পুলিশ। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সক্রিয় তত্ত্বাবধায়নে এসব ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে এসব মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন মেহেরপুরের  পুলিশ সুপার রাফিউল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধায়নে সদর থানার  ৩৫টি, গাংনী থানার ১৯টি, মুজিবনগর থানার দুটি মোবাইল ফোনসেট এবং চারটি বিকাশ নম্বরে প্রতারিত হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) অর্জুন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।