নৌকার মাঝি হতে চান বাবা-ছেলেসহ ১২ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম এবং তাঁর জ্যেষ্ঠ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরীসহ (দিপু) ১২ জন। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
এদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। দুই উপজেলার মানুষ এখন সেই একক প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায়। সবার ধারণা মায়া চৌধুরী অথবা দিপু চৌধুরী এবার এই আসনে মনোনয়ন পাবেন।
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। এরপর তাঁর জ্যেষ্ঠ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)। মায়া চৌধুরী দীর্ঘদিন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।
চাঁদপুর-২ আসনে এবার মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৭৪। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫৬ এবং মহিলা ভোটার এক লাখ ৯৪ হাজার ৬১৮। তারাই সংসদ সদস্য নির্বাচন করবেন আগামী ৭ জানুয়ারি।
এ বিষয়ে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) বলেন, ‘মূলত আমার বাবাই মনোনয়ন চেয়েছেন। আমি সারা জীবন বাবার সঙ্গে কাজ করেছি এবং এলাকার উন্নয়নগুলোতে বাবার সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সঙ্গে আমার ৩০-৪০ বছর ধরে সম্পর্ক। প্রত্যেকের সঙ্গেই আমার নাড়ির একটি টান আছে। এজন্য আমিও দল থেকে মনোনয়ন চেয়েছি। আমাদের নেত্রী যেটা ভালো মনে করেন, সেটাই করবেন।’