সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-সিলেট রেললাইনের আখাউড়া-সিলেট অংশের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশিদপুরের মধ্যবর্তী লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেনের (৯৫১ নম্বর গাড়ি) দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা সিলেটগামী ট্রেনটির দুটি বগি সাটিয়াজুড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকেই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাত ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পয়েসম্যান নাহিদ আহমেদ জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
শায়েস্তাগঞ্জ জংশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, ‘তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে শুনেছি। এখন যাত্রীবাহী ট্রেনগুলো বিলম্বে আসবে। তাই বাসে গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
রেলওয়ের একটি সূত্র জানায়, হবিগঞ্জের বাহুবলের বিভিন্ন স্থানে রেললাইন থেকে স্লিপারের নিরাপত্তা ক্লিপ চুরি হওয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মীর সাব্বির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।