কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
এদিন সকালে ওই এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবরোধ তৈরির চেষ্টা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, ভৈরবে অবরোধ কর্মসূচির পক্ষে সরকারবিরোধীদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের দুর্জয় মোড়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ ও প্রতিবাদ সভা করেন।