দুর্বৃত্তের গুলিতে ভুবন শীলের মৃত্যু, তদন্ত প্রতিবেদন ২৬ ডিসেম্বর
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই দিন ঠিক করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর তেজগাঁও বিজি প্রেস ও পেট্রল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। সে সময় মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। এরপর আটদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা যান ভুবন।
এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।