সাগরে লঘুচাপ, আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Looks like you've blocked notifications!

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবারও ঘূর্নিঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। আন্দামান সাগরের কাছে সৃষ্ট লঘুচাপটি একপর্যায়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

ঘূর্ণিঝড় মিধিলির ক্ষতের রেশ না কাটতেই বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিচাউং’।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এরই মধ্যে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে, ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) ইতোমধ্যে লঘুচাপটি দ্রুত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। তবে এটি কবে এবং কোন দেশের উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি কোনো সংস্থা।

বর্তমানে লঘুচাপটি বাংলাদেশ উপকূল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে আন্দামান সাগরের কাছে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।