গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশি হেফাজতে স্বামী-ছেলে

Looks like you've blocked notifications!
বরিশালের কোতোয়ালি থানা। ছবি : এনটিভি

বরিশাল নগরীর একটি বাসা থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর জর্ডন রোড এলাকার একটি বাসা থেকে আজ রোববার (২৬ নভেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ সদস্যরা জানান, নিহতের স্বামী আওলাদ হোসেন একজন ব্যবসায়ী। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। জর্ডন রোডের একটি তিনতলা ভবনে পরিবারসহ থাকতেন আওলাদ হোসেন।

নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এরপরেই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। তিনিও একটি চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে, ওই ভবনের বাসিন্দাদের সহযোগিতায় তাকে হাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপিলটন পুলিশর উপকমিশনার আলী আশরাফ বলেন, ‘বিষয়টি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’