অবরোধের সমর্থনে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Looks like you've blocked notifications!
জামালপুরে অবরোধের সমর্থনে মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। অবরোধের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। আজ সকালে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কে মিছিল করে জেলা বিএনপি।

মিছিলটি চন্দ্রা এলাকা থেকে বের হয়ে কাজিরা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় বিএনপিনেতারা বলেন, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমরা বার বার সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছি। এখনও সময় আছে তফসিল বাতিল করুন, সরকার পদত্যাগ করুন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

এ ছাড়া অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের লম্বাগাছ এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোডে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।