নওগাঁয় রাস্তার পাশে রাখা বাসে আগুন

Looks like you've blocked notifications!
নওগাঁর মহাদেবপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে বাস। ছবি : এনটিভি

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে পাশে গতকাল রোববার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুজন স্থানীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহাদেবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুজাউজ্জামান রাজু (৫৫) ও কর্মী আতাউর রহমান আতা।

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাখা রাহি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। বিষয়টি জেনে ফায়ার সার্ভিসে খবর দেয় টহল পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, ‘বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। আগুন নেভানোর সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।’