ধানবোঝাই ট্রাকে আগুন
দিনাজপুরের কাহারোলে একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মোহাম্মদপুর এলাকায় গতকাল রোববার (২৬ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনায় ট্রাকটি পুড়ে গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ট্রাকচালক মো. সাজ্জাদ হোসেন সাজু জানান, পঞ্চগড় থেকে ২০ টন ধান নিয়ে দিনাজপুরের বিরলে যাচ্ছিলেন তিনি। ট্রাকটি কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত যানটির গতিরোধ করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। এতে ট্রাকটি পুড়ে যায়।
ঘটনার তথ্য নিশ্চিত করে কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’