নাশকতার মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীর কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশকে উদ্দেশ করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ ও হামলার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং তা দিতে ব্যর্থ হলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। 

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ সিরাজ এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সরকার রফিকুল ইসলাম মুকুল, আহসান হাবীব মোল্লা, রুস্তম আলী, শরীফুল আলম ওরফে সবুজ আলম, রায়হানুল বাসেদ ওরফে আব্দুল হাই, ইসতিয়াকুল বাছেদ, আনোয়ার হোসেন সরকার, আরিফ উদ্দিন এনামুল, মো. রুহুল আমিন, মজিবুর রহমান, মো. মোস্তফা, নাসিমুল ইসলাম নাসিম, শামীম, আসাদুল ইসলাম, সাব্বির সরকার, ইসমাইল হোসেন ও জাকির।

নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উত্তরখান থানাধীন স্নানঘাট তেরমুখ ঘাট ব্রিজের পাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। সে সময় পুলিশ খবর পেয়ে সেখানে হাজির হলে তাদের উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় উত্তরখান পুলিশের দুই সদস্য আহত হন। 

এ ঘটনায় ওই বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরখান থানায় উপপরিদর্শক(এসআই) আশিকুর রহমান দেওয়ান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরে ২০১৯ সালের ৩০ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।