হত্যা মামলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হত্যা মামলার প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরী। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে তাঁকে নগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন গুলিতে আব্দুস শুক্কুর নামে এক যুবক নিহতের ঘটনায় এ মামলা করা হয়। সেই মামলার মামলার প্রধান আসামি আওয়ামী লীগনেতা শহিদুল্লাহ চৌধুরী। তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়,সাতকানিয়া থানার হত্যা মামলার আসামি শহিদুল্লাহ চৌধুরীকে আজ মঙ্গলবার 

ভোরে নগরীর খুলশী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব, মামলাটি ডিবির তদন্তাধীন থাকায় পরে তাঁকে সাতকানিয়া থানা পুলিশের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আসামি শহিদুল্লাহ চৌধুরীকে আজ সকাল ১১টায় আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।

২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে বাজালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী। নির্বাচন চলাকালে ব্যাপক সংঘর্ষ হয় এবং সংঘর্ষে আব্দুস শুক্কুর নামে তাপস দত্তের এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি করা হয় তিনিসহ ২১ জন। পরে মামলা তদন্তের ভার পড়ে ডিবি পুলিশের হাতে। অন্য আসামিদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও পরে জামিনে বের হয়ে আসেন।

মামলার প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরী গ্রেপ্তার হওয়ায় তদন্তে অনেক অগ্রগতি হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।