সারা দেশে বিএনপির মশাল মিছিল
আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) সকাল হতে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফার অবরোধ এবং ৩৯ নভেম্বর হরতাল সমর্থনে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল ও ছাত্রদল মশাল মিছিল করেছে। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফার অবরোধ ও হরতাল সমর্থনে আজ মঙ্গলবার রাতে খুলনা নগরীর কেডিএ এভিনিউ হতে মশাল মিছিল বের হয়।
এ সময় নেতাকর্মীরা অবরোধ ও হরতাল সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
অবরোধ ও হরতাল সমর্থনে মুন্সীগঞ্জে মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে ষষ্ঠ চীন বাংলাদেশ মৈত্রী সেতুর সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো. আফজাল হোসেন, ভোলা
অবরোধ ও হরতাল সমর্থনে ভোলায় বিএনপি মশাল মিছিল করেছে। এ সময় মিছিলকারীরা সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানান।
থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আজ সন্ধ্যা ৬টায় শহরের উকিলপাড়া ঈদগাঁর এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি মুসলিম
গোরস্তানের সামনে এসে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শেষ হয়।
মশাল মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।