গাজীপুরে ট্রাকে আগুন

Looks like you've blocked notifications!
গাজীপুর মহানগরের সদর থানার ধীরাশ্রম এলাকায় ট্রাকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

গাজীপুর মহানগরের সদর থানার ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মহানগরীর ধীরাশ্রম এলাকার দাখিনখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের ঘটনাটি কি নাশকতা না যান্ত্রিক ত্রুটি থেকে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ দুপুরের চার-পাঁচজন দুর্বৃত্ত দাখিনখান সড়কে পাশে দাঁড় করিয়ে রাখা এক খালি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামাদ জানান, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, ট্রাকে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকে আগুন কি নাশকতা না যান্ত্রিক তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।