দ্রাবিড়ই থাকছেন ভারতের প্রধান কোচ

Looks like you've blocked notifications!
রাহুল দ্রাবিড়। ছবি : এএফপি

বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, দ্রাবিড় আর জাতীয় দলের কোচিং করাতে ইচ্ছুক নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) চায় না তাকে। এমনকি অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে আছেন ভিভিএস লক্ষ্মণ।

তবে, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের কোচের পদে রাহুল দ্রাবিড়ই থাকছেন। নিজেদের ওয়েবসাইটে বিসিসিআই আজ বুধবার (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দ্রাবিড়ের পাশাপাশি আবারও চুক্তি করা হয়েছে বিশ্বকাপে দায়িত্ব পালন করা কোচিং স্টাফের বাকি সদসদ্যের সঙ্গেও।

দ্রাবিড়কে দ্বিতীয়বার নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমি আগেও বলেছি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ নেই। তিনি নিজেকে প্রমাণ করেছেন। দলটি সব ফরম্যাটেই শীর্ষে। এটি স্পষ্ট করে দলকে নিয়ে দ্রাবিড়ের উচ্চাকাঙ্খা। বিশ্বকাপ ফাইনালের আগে আমরা টানা ১০ ম্যাচ জিতেছি। এটি সহজ বিষয় নয়। তাকে উৎসাহিত করা উচিত।’

ফের কোচের দায়িত্ব পেয়ে দ্রাবিড় বলেন, ‘আবারও আমার ওপর আস্থা রাখায় বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় দলের সঙ্গে গত দুই বছরের স্মৃতি অসাধারণ। একসঙ্গে আমরা অনেক কিছুর সাক্ষী হয়েছি। উত্থান-পতন মিলিয়ে অসাধারণ যাত্রা ছিল। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার। দলের প্রতি সবার ডেডিকেশন অন্য পর্যায়ের।’