সফলতার মূল্যায়ন জনগণ করবে : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
রংপুরের পীরগাছায় নিজ এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি ন: এনটিভি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় শুধু ডাল আর তেল নিয়ে কাজ করে না, ব্যবসা-বাণিজ্য আমদানি রপ্তানি এবং সার্বিক সূচকসহ বিভিন্ন কাজ করে এ মন্ত্রণালয়। সফলতার মূল্যায়ন জনগণ করবে।’

আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমি যখন বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছি তখন এক্সপোর্ট ছিল ৩৬ বিলিয়ন ডলার, গত ৫ বছরে এক্সপোর্ট ৬২ বিলিয়ন ডলারের দাঁড়িয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় শুধু ডাল, তেল নিয়ে কাজ করে না, ব্যবসা-বাণিজ্য আমদানি রপ্তানি এবং সার্বিক সূচকসহ বিভিন্ন কাজ করে এ মন্ত্রণালয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দু-একটি দল বাদে অনেকে অংশ নিচ্ছে।’

আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ অধির আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানিনির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে।’