নির্বাচনে বিদেশিদের হাত দেওয়ার সুযোগ নেই : পরিকল্পনামন্ত্রী
‘আমরা গণতান্ত্রিক দেশ। নির্বাচনি কাজে বিদেশি কারও হাত দেওয়ার সুযোগ নেই, আমাদের কাজ আমরাই করব।’ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা সমাজে বাস করি। আমরা জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তাদের সব দেশে যাওয়া-আসা আছে, তারা আসবে-যাবে, চা খাবে, কথা বলবে—এখানে দোষের কিছু নেই। তারা আরও কথা বলবে।’
বিএনপি একটি বড়দল। তাদের অনেক সমর্থন রয়েছে এই দেশে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি বিএনপিতে থাকলে অবশ্যই আনন্দের সঙ্গে নির্বাচনে আসতাম। তবে আমি তাদের সঙ্গে নেই। তাদের মতের সঙ্গে, তাদের আদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।