হরতালের সমর্থনে রাতে মশাল মিছিল, দুপুরে আটক ২

Looks like you've blocked notifications!
ভোলায় হরতালের সমর্থনে আজ বুধবার বিএনপির মশাল মিছিল। ছবি : এনটিভি

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ভোলায় মশাল মিছিল করেছে দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। আজ বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলার বাপ্তা বাস টার্মিনাল থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ভোলা-লক্ষ্মিপুর সড়কের হাজীরহাট স্থানে গিয়ে শেষ হয়। এর আগে দুপুরে অপর এক মিছিল থেকে সদর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মশাল মিছিলের সময় বিএনপির নেতাকর্মীরা হরতাল সফল করার জন্য স্লোগান দেয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, আক্তার ফারুক বাচ্চু, মহাসিন রাড়ী, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, ভোলা সদর উপজেলা যুবদলের নেতা মো বিল্লাল হোসেন আলমগীর, সুজন, শামীম, ইব্রাহিম দেওয়ান, পৌর যুবদলনেতা, মো. জহির, মো. রিয়াদ হাওলাদার, ভোলা জেলা ছাত্রদলনেতা নূর মোহাম্মদ রুবেল, পৌর যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মিছিলে উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে শহরের বাংলাস্কুল মোড়ে হরতাল সমর্থনে মিছিল বের করে বিএনপি। সেখান থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েলসহ দুজনকে আটক করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।