দুই বন্ধুকে খুনের মামলা তিনজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের সদর উপজেলায় দুই বন্ধুকে খুনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : এনটিভি

সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গাজীপুর জেলার সদর থানার পূর্ব বাংলা বাজার এলাকায় আজ শনিবার (২ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের আজাহার আলী খানের ছেলে দুলাল খান (৪২), তার ছেলে ইউনুস খান (২২) ও একই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান (৩৫)।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আল আমিন খানের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত গত ১৯ অক্টোবর রাতে আলআমিন খান ও তার বন্ধু আল-আমিন শেখের ওপর হামলায় চালায় হায়দার আলীর লোকজন। এ সময় দেশীয় অস্ত্র এলোপাথাড়ি কোপানোয় ওই দুই বন্ধুর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আল-আমিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ৩১ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তিন আসামিকে আজ ভোরে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।