মায়ার ছেলে দিপুর দুটি জানাজা, দাফন সোমবার

Looks like you've blocked notifications!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর প্রথম জানাজা। ছবি : এনটিভি

চাঁদপুরের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগনেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর (৫১) দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে প্রথম জানাজা হয়। পরে বাদ আসর মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  

জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। এতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেম মাওলানা মাশউদ আহমদ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। 

জানাজার আগে মোফাজ্জল হোসেন চৌধুর মায়া, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ আওয়ামী লীগনেতারা দিপু চৌধুরীর রাজনৈতিক জীবন নিয়ে প্রতিক্রিয়া জানান। 

গতকাল শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিপু চৌধুরী। তিনি গত ২৬ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তিনি মা-বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত-অনুরাগী-অনুসারী-গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।