অবরোধ সমর্থনে মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ

Looks like you've blocked notifications!
বরিশাল শহরের বাংলাবাজার রোডে অবরোধ সমর্থনে দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি

বরিশালে অবরোধের সমর্থনে বের হওয়া বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ করেছেন বিএপির নেতারা। আজ রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর নুরিয়া স্কুল বাংলাবাজার রোডে দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে এই ঘটনা ঘটে।

ককটেল হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় যুবদলের বরিশাল বিভাগীয় সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিনের।

তসলিমের অভিযোগ, ‘মিছিলটি নগরীর আমতলা থেকে শুরু হয়ে জিলা স্কুল মোড়ের দিকে যাচ্ছিল। আমরা নুরিয়া স্কুলের সামনের সড়কে পৌঁছালে মিছিলের পিছনের দিকে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে কেউ আহত না হলেও মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।’

অন্যদিকে অবরোধ সমর্থনে আজ সকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে বন্দর রোডে মিছিল করেছে। দুপুর ২টার দিকে বিএম কলেজ রোডে মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে গতকাল শনিবার দিনগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় মশাল মিছিল করে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে নেতাকর্মীরা। একই সময়ে সিঅ্যান্ডবি রোডে নগর ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে।

যুবদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনার খবর আমাদের জানা নেই।’