সৌদি নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার চার

Looks like you've blocked notifications!
কক্সবাজারে সৌদি আরবের নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন জন। ছবি : এনটিভি

কক্সবাজারে সৌদি আরবের এক নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের ঝাউতলা এলাকার মেহেদী হাসান বাবু (১৬), আবির হোসেন সান (২৩), মো. আবির (১৯) ও মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।

ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আপেল মাহমুদ জানান, গত শুক্রবার রাতে সাড়ে ১১টায় শহরের কলাতলীর হোটেল ওশান প্যারাডাইস সংলগ্ন সড়কে মোটরসাইকেলযোগে ছয়জন এসে সৌদি নাগরিক হুদাইবি খালিদ মোহাম্মদ এবং সৌদি প্রবাসী মো. রাকিব শেখের গতিরোধ করে। এ সময় হুদাইবি খালিদ মোহাম্মদকে ছুরিকাঘাত করে মোবাইলফোন, নগদ ৫০০ পাঁচশত রিয়াল (সৌদি মুদ্রা) এবং সাড়ে তিন হাজার টাকা, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আহত সৌদি নাগরিককে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় রাকিব শেখ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন।

আপেল মাহমুদ বলেন, ‘মামলাটি তদন্তভার ট্যুরিস্ট পুলিশকে দেওয়ার পর নানা কৌশলে ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের চিহ্নিত করা হয়। শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে আট ঘণ্টা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান বাবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘বাকি তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শহরে ছিনতাই বেশি হয় এমন কয়েকটি স্পট চিহ্নিত করে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।’