ঝালকাঠিতে দুই বিএনপিনেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত নেতারা হলেন রাজাপুর উপজেলা বিএনপির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন সেলিম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. সামছুল আলম মানিক।
দলের একটি সূত্র জানিয়েছে, বিএনপির বহিষ্কৃত ভাইসচেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের ঘনিষ্ঠ এই দুই বিএনপিনেতা। শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান। আজ দুপুরে শাহজাহান ওমর রাজাপুরের বাসায় গেলে এই দুই বিএনপিনেতা তাঁর সঙ্গে বৈঠক করেন। বিষয়টি জানতে পেরে দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়।
এদিকে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, রাজাপুর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকা প্রতীকের নির্বাচন করার কথা বলেছেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন সেলিম শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনি বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন। তাই তাঁদের দুজনের বিরুদ্ধে জেলা বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন।