বীর মুক্তিযোদ্ধার ধানখেত পোড়ানোর অভিযোগ

Looks like you've blocked notifications!
পাবনার আতাইকুলায় বীর মুক্তিযোদ্ধার দুই বিঘা ধানখেত। ছবি : এনটিভি

পাবনার আতাইকুলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান ওরফে বাতেন মাস্টারের দুই বিঘা ধান খেত পুড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এজাহার সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের বাতেন মাস্টারের ২০ বিঘা জমি রয়েছে। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত এই বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। সেই সুযোগে তার জমি গ্রাসের চেষ্টা করছেন এক ইউপি সদস্য। এরই ধারবাহিতায় গত ৩১ মার্চ ২০ শতাংশ জমির কাটা গম গায়েব হয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে ক্ষমা চেয়ে সেই গম ফেরত দেয় ওই ইউপি সদস্য।

পরে গত মাসের শেষের দিকে ওই ইউপি সদস্যের বাড়ির পাশে থাকা বাতেন মাস্টারের দুই বিঘা জমির ধান কেটে ক্ষেতেই রাখে কৃষি শ্রমিকেরা। এই কেটে রাখা ধানে গত ১ ডিসেম্বর রাতে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে ইউপি সদস্যসহ কয়েকজনকে আসামি করে আতাইকুলা থানায় একটি মামলা  করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’