লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মামুন সদস্য সচিব নিজাম

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মামুনুর রশিদ (বামে) ও সদস্য সচিব নিজাম উদ্দিন। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মামুনুর রশিদ আর সদস্য সচিব বাংলা নিউজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন। আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

মূলধারার জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যমকর্মীদের নিয়ে ২০১৫ সালে এ সংগঠনটির পথচলা শুরু হয়েছিল।

এর আগে এই সাংবাদিক ফোরামের কমিটির সভাপতি ছিলেন জাগো নিউজের প্রতিনিধি কাজল কায়েস ও লক্ষ্মীপুর২৪-এর সম্পাদক সানা উল্লাহ সানু। গত মাসের (নভেম্বর) শুরুতে এ কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, দিনদিন অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটছে। জাতীয় ও স্থানীয় সাংবাদিকতায় অনলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহূর্তের মধ্যে ঘটনা তুলে ধরে অনলাইন গণমাধ্যমগুলো পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে অনলাইন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত সূত্রে পরিণত হয়েছে।

কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে মূলধারার অনলাইন গণমাধ্যমকর্মীদের আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করা হবে। পারিস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পেশাদারত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (৩য় তলা) অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

২০১৫ সালের ৯ নভেম্বর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাসসের তৎকালিন প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলা নিউজের স্টাফ করেসপনডেন্ট সাজ্জাদুর রহমান। যাত্রা শুরু থেকেই এই সংগঠন গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।