বড় ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

Looks like you've blocked notifications!
নওগাঁর ম্যাপ

নওগাঁর বদলগাছী উপজেলায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই সাজু হোসেন (৩২) মারা গেছেন। উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে আজ বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বড় ভাই পলাতক।

নিহত সাজু ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। আর অভিযুক্ত রাজু আহম্মেদ তার আপন বড় ভাই। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আজ বিকেলে দুই ভাই মিলে খড়ের পালা দিচ্ছিল। ছোট ভাই খড়ের পালার ওপরে ছিল। আর বড় ভাই নিচ থেকে খড় তুলে দিচ্ছিলেন। এ সময় তাঁদের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু নিচ থেকে সাজুকে উদ্দেশ করে ইট ছুড়ে মারেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মুঠোফোন বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কেন ইট ছুড়ে মেরেছে এখনও তার কারণ জানা যায়নি। তবে, উদঘাটনের চেষ্টা চলছে।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, ‘ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুর খবর শুনেছি। তবে, কী কারণে মারা গেছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা সেখানে গেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’